ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ডিএনসিসি উপনির্বাচন

বিশাল ব্যবধানে জয়ী আতিক

প্রকাশিত : ০৮:১৮, ১ মার্চ ২০১৯ | আপডেট: ১০:৩৯, ১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম বিশাল ব্যবধানে জয় পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। 

আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৮২৯ ভোট। এছাড়া আম প্রতীকে এনপিপি প্রার্থী পেয়েছেন সর্বমোট ২ হাজার ৮৭৬ ভোট।

তবে সরকারিভাবে আজ শুক্রবার বেলা ১১টার দিকে তাকে বিজয়ী ঘোষণা করা হবে বলে জানা গেছে। এ বিজয়ের ফলে মো. আতিকুল ইসলাম মেয়র পদে প্রয়াত আনিসুল হকের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

অপরদিকে, জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদসহ অন্য সকল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচন পরিচালনা বিধিমালার ৪১(৩) অনুসারে, সিটি করপোরেশন নির্বাচনের প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাতিলের বিধান রয়েছে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি