ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

বিয়ন্ড বাউন্ডারির দার্জিলিং ট্যুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ১৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দেশের সীমানা পেরিয়ে সফলভাবে দার্জিলিং ট্যুর সম্পন্ন করেছে বিয়ন্ড বাউন্ডারি ট্র্রাভেলিং ক্লাব। সম্প্রতি ট্রাভেলিং এই ক্লাবটি সফলভাবে তাদের এই ট্যুর সম্পন্ন করেন। দেশের বাইরে এটি ছিল বিয়ন্ড বাউন্ডারি ক্লাবের ৪র্থ ট্যুর।

তাদের এই ট্যুরে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন বিয়ন্ড বাউন্ডারির সম্মানিত সদস্য শাহজাদা বসুনিয়া, সহসভাপতি মো. ফরহাদ রেজা, জেনারেল সেক্রেটারি ও ট্যুর ম্যানেজার মনিরুজ্জামান চৌধুরী, ডেপুটি জেনারেল সেক্রেটারি, শাহ মো. আবু সাইদসহ ১৮ জন মেম্বার অংশগ্রহণ করেন।

দার্জিলিং ট্যুরে বিয়ন্ড বাউন্ডারি ভারতের দার্জিলিং, কালিমপংসহ অন্যান্য আকর্ষণীয় পর্যটন কেন্দ্রসমূহে ভ্রমণ করেন।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি