ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বিয়ের আগে রক্ত পরীক্ষা করে নিতে হবে: শাহ আলমগীর 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২০, ২৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৮:৫০, ২৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

থ্যালাসেমিয়া একটি রক্ত রোগ। এর সচেতনতায় বিয়ের আগে স্বামী-স্ত্রীর রক্ত পরীক্ষা করা জরুরি। জীবন বাঁচাতে স্বেচ্ছা রক্তদান করার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস ইনস্টটিউটের মহাপরিচালক শাহ আলমগীর।     

কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে কাকরাইল ওয়াইএমসিএ ভবনে গতকাল শত আজীবন রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশনের সেচ্ছা রক্তদান কার্যক্রম এর কো-অর্ডিনেটর মাসুদা আক্তার আবেদীন। অনুষ্ঠানে ১১৮ জনকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

শাহ আলমগীর বলেন, রক্ত দেওয়া একটি মানবিক গুণ। প্রতি চারমাস পর এমনিতেই রক্ত নষ্ট হয়ে যায়। আবার রক্ত না পেলে একজন থ্যালাসেমিয়া বা দূর্ঘটনা কবলিত মানুষের জীবন বিপন্ন হতে পারে। তাই দানের মতো এমন একটি মহৎ কাজে সবাইকে এগিয়ে আসা দরকার।

পরে শত আজীবন রক্তদাতাদের মাঝে অনুষ্ঠানের প্রধান অতিথি শাহ আলমগীর ক্রেস্ট প্রদান করেন। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি নাহার আল বোখারী সবাইকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য বাংলাদেশে প্রায় ৭ লাখ ব্যাগ নিরাপদ ও সুস্থ রক্তের চাহিদার বিপরীতে মাত্র ২৬ ভাগ রক্ত সংগৃহীত হয় স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে। বিপুল রক্ত ঘাটতি পূরণের লক্ষ্যে কোয়ান্টাম ১৯৯৬ সাল থেকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও স্বেচ্ছা রক্তদান কার্যক্রম চালিয়ে আসছে। ২০০০ সালে ল্যাব প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ৯ লাখ ৪৯ হাজার ৩৪৫ ইউনিট রক্ত সরবরাহ করেছে কোয়ান্টাম। 

এসি
  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি