ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

বেতন-ভাতার দাবিতে বিআরডিবি কর্মীদের অবস্থান ও অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বেতন ও ভাতাসহ বেশ কয়েকটি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড’র (বিআরডিবি) কর্মীরা। রোববার সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারের বিআরডিবি’র কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

এতে কাওয়রান বাজারের পেট্রোবাংলা থেকে বিআরডিবি’র মূল সড়কটি বন্ধ হয়ে যায়। ফলে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান আন্দোলনকারীরা।

জানা যায়, বিআরডিবি কর্তৃক বাস্তবায়িত ১৫টি প্রকল্প বা কর্মসূচির জনবলের ১০০ ভাগ বেতন এবং চাকুরী রাজস্ব বাজেটে হস্তান্তর/আত্মীকরণসহ বিআরডিবিকে ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর’ এ রূপান্তর এবং বিআরডিবি সিবিএ কর্তৃক দাখিলকৃত ৭ দফা বাস্তবায়নের দাবিতে লাগাতর অবস্থান কর্মসূচি করছে তারা।

সারাদেশ থেকে বিআরডিবি'র প্রায় ৬ হাজার কর্মী এ দাবিতে আন্দোলন করতে ঢাকায় এসেছেন। কার্যালয়ের সামনে আন্দোলনরতরা জানান, তাদের দাবি মানা না হলে তারা ফিরে যাবেন না।

এমএস/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি