ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

‘ভালো জন্য আশাবাদি, মন্দের জন্য প্রস্তুত আছি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ২৯ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৫১, ২৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভালো জন্য আশাবাদি, মন্দের জন্য প্রস্তুত আছি।’

আজ শনিবার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘বিএনপির দুই শীর্ষ স্থানীয় নেতার ফোনালাপই বলে দেয় তারা ২০, ২২ ও ৩০টি আসনের বেশি পাবে না। আমি জানি না হয়তো আরো বেশিও পেতে পারেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি অর্থাৎ ঐক্যফ্রন্টের নেতারা বলেছেন লাঠি সোটা নিয়ে ভোট কেন্দ্র পাহাড়া দেবেন। তারা একটি পক্ষ। আমরাও তো একটি পক্ষ। তাই আমরা বলেছি- আমরাও ভোট কেন্দ্রের শৃংখলা রক্ষা করতে আমরাও থাকবো।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমরা ভালো জন্য আশাবাদি, মন্দের জন্য প্রস্তুত আছি।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি