ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

মনোনয়নপত্র কিনলেন মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩০, ১১ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৪:৩২, ১১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এ জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র ক্রয় করেছেন তিনি।

আজ রোববার দুপুর ২টার দিকে ধানমণ্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন নড়াইল এক্সপ্রেস। নড়াইল-২ আসনের জন্য মাশরাফি এই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গত বৃহস্পতিবার একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে।

এদিকে, গত শুক্রবার থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।

এর আগে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান মনোনয়নপত্র কিনতে পারেন বলে গুঞ্জন উঠে। তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পরামর্শে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান তিনি।

এদিকে অনেক দিন ধরেই গুঞ্জন শোনা গিয়েছিল, মাশরাফি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ে নামতে পারেন। শেষ পর্যন্ত এই গুঞ্জনটা সত্যি হয়েছে।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি