ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

মসজিদ থেকে লাফিয়ে পড়ে ঢাবি ছাত্রের ‘আত্মহত্যা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুণ হোসাইন (২২) মসজিদ থেকে লাফ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকায় বায়তুল মামুর জামে মসজিদের ছয়তলা থেকে লাফিয়ে পড়েন তিনি।

বুধবার বিকেল ৩টার দিকের এ ঘটনায় নিহত তরুণ হোসাইনের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে। তাঁর বাবার নাম আবদুল বারিক।

হাজারীবাগ থানা সূত্রে জানা গেছে, নিহত তরুণ হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে থাকতেন। তবে তরুণ হোসাইন কেন ‘আত্মহত্যা’ করেছেন, তা জানাতে পারেননি পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান এই কর্মকর্তা।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন মিয়া জানান, গতকাল বুধবার দুপুর ১২টার পর ক্লাস শেষ করে হাজারীবাগের ওই মসজিদের দিকে চলে আসেন তরুণ। এ সময় তাঁর মোবাইল ফোনটিও তাঁর হলে রেখে আসেন। পরে ৩টার দিকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তরুণ।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি