ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

মহাকাশ সাঁতরে পৃথিবীর দিকে এগোলো জলহস্তি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ২৬ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৫৯, ২৬ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মহাকাশই তার বিচরণক্ষেত্র। কিন্তু তার চেহারা আর পাঁচটা মহাজাগতিক পদার্থের মতো নয়। তাকে গ্রহাণু বলে চিহ্নিত করার আগেই মাথায় আসে, সে জলহস্তি। একেবারেই জলহস্তির মতো দেখতে এই গ্রহাণু আপাতত এগিয়ে এল পৃথিবীর দিকে। নাসার সূত্রে আপাতত এই খবর নিয়ে শুরু হয়েচে বিশ্ব জুড়ে হইচই।

বিজ্ঞান বিষয়ক গণমাধ্যম ‘লাইভসায়েন্স’-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, জলহস্তির মতো দেখতে এই গ্রহাণুর পোশাকি নাম ‘২০০৩ এসডি২২০’। নাসার-র‌্যাডারে ধরা পড়েছে তার ছবি। গত শনিবার এই গ্রহাণু পৃথিবীর খুবই কাছে চলে আসে (১ দশমিক ৮ মিলিয়ন মাইল)। ক্রিসমাসের আগে এ হেন জলহস্তির আগমনের কারণে তাকে ‘ক্রিসমাস হিপ্পো’ বলে ডাকছেন বিজ্ঞানীরা।

নাসার সূত্রে জানা যাচ্ছে, ক্রিসমাস হিপ্পো প্রায় ১ মাইল দীর্ঘ। তার আকার দেখে মনে হয়, এক সত্যিকারের জলহস্তি যেন মহাকাশ সাঁতরে এগিয়ে আসছে। তার এগিয়ে আসা দেখে খানিক ভয় জাগলেও, সে পৃথিবীর কোনও ক্ষতি করবে না বলেই বিজ্ঞানীরা জানিয়েছেন।

গত ১৫-১৭ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গ্ল্যাডস্টোন অ্যান্টেনা, পুয়ের্তো রিকোর আরেসিবো অবজারভেটরি এবং ওয়েস্ট ভার্জিনিয়ার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের গ্রিন ব্যাঙ্ক টেলিস্কোপ-এর সূত্রে তার গতিবিধি বিজ্ঞানীদের নজরে আসে।

ক্যালিফোর্নিয়ার মহাকাশ বিজ্ঞানী ল্যান্স বেনার জানিয়েছেন, ২০১৫ সালেও পৃথিবীর বেশ কাছাকাছি চলে এসেছিল ‘২০০৩ এসডি২২০’। কিন্তু এতটা কাছে সে এসেছিল আজ থেকে ৪০০ বছর আগে।  

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি