মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণ
প্রকাশিত : ১৬:৫৮, ২০ নভেম্বর ২০২৩
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে পুরো আদালতের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনায় বাড়তি পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন।
এ বিষয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাংবাদিকদের বলেন, আমি আপনাদের সঙ্গেই কথা বলছিলাম। আমার ঠিক পেছনেই কয়েক গজ দূরে বিকট শব্দে ককটেলের বিস্ফোরণ হয়। এটা আসলে বিচার বিভাগকে কলঙ্কিত করার জন্য কোর্টের আঙিনায় এ ঘটনা ঘটিয়েছে। যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা বিচারের আওতায় নিয়ে আসবে। এখানে কেউ থাকলে মারাত্মক আহত হতে পারত। এটা সেই ২০১৩-১৪ সালে যেভাবে কোর্টের ভেতরে হামলা হতো সেই ঘটনার পুনরাবৃত্তি বলে মনে করছি।
আমরা নিজেরাও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে রাজধানীর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আদালতের সামনে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা এ বিষয় তদন্ত করছি।
কেআই//
আরও পড়ুন