ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

মাদক নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা দৃশ্যমান নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ১৩ মে ২০১৭ | আপডেট: ১৯:৪৩, ১৩ মে ২০১৭

Ekushey Television Ltd.

মাদক সর্বগ্রাসী হয়ে উঠলেও এর নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা দৃশ্যমান নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। আইনের সঠিক প্রয়োগের অভাবে গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে মনে করেন তারা। সরকার ও রাজনৈতিক দলগুলোর সহায়তায় মাদক ব্যবসায়ীদের ধরে আইনের হাতে তুলে দেয়ারও দাবি জানান বিশিষ্টজনেরা।
মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা - মানস ও বেসরকারি প্রতিষ্ঠান- প্রত্যয় এর আয়োজনে ‘মাদকাশক্তি প্রতিরোধে করণীয়’ নিয়ে গোলটেবিল বৈঠকে অংশ নেন বিশিষ্ঠজনেরা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানসের সভাপতি অধ্যাপক ডাক্তার অরুপ রতন চৌধুরী। এসময় তিনি মাদকের ভয়াল থাবার বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনায় অংশ নিয়ে বিশিষ্ঠজনেরা জানান, দেশে এখন মাদক মহামারিতে পরিণত হয়েছে।
বক্তাদের কেউ কেউ অভিযোগ করেন, আইনের সঠিক প্রয়োগ না থাকায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।
তবে, মাদক নিয়ন্ত্রণে পর্যাপ্ত লোকবলের অভাব রয়েছে বলে জানালেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদক নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স ভূমিকায় রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।
সমস্যা সমাধানে আইনশৃঙ্খলা বাহিনীকেও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।



 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি