ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

মেননকে ১৪ দলের চিঠি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ২৫ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে ১৪ দল। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সভাপতি ও জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের বাসভবনে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকের পরই এ সংক্রান্ত চিঠিটি মেননকে পাঠানো হয়েছে। 

চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে রাশেদ খান মেনন বলেন, ‘ইতোমধ্যে চিঠিটি হাতে পেয়েছি, দু-একদিনের মধ্যে জবাব দেব’।

বৃহস্পতিবারের ওই বৈঠকে সভাপতিত্ব করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। এতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সভাপতি মোহাম্মদ নাসিম, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) সভাপতিমণ্ডলীর সদস্য এজাজ আহমেদ মুক্তা, বাসদের রেজাউর রশীদ খান, ন্যাপের ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম খান, তরিকত ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল হক চাঁদপুরী।

বৈঠকে ওয়ার্কার্স পাটির সম্মেলনে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে মেননের করা মন্তব্যের আলোচনা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে মেননের বক্তব্যের ব্যাখার চাওয়ার সিদ্ধান্ত হয়। সে আলোকে ওই রাতেই তাকে চিঠি পাঠানো হয়। 

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর বরিশালে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে রাশেদ খান মেনন গত নির্বাচন নিয়ে তার বক্তব্যে বলেন, ‘ওই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।’ 

তার এমন বক্তব্যে সরকার ও ১৪ দলে তাকে নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠে। এরপর ১৪ দল দু’দফা বৈঠকে ডাকলেও, যাননি মেনন। পরে গতকাল বৃহস্পতিবারের বৈঠকে তার বক্তব্যের ব্যাখ্যা চেয়ে এ চিঠি দেয়া হয়। 

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি