ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ১৬ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৪:৪০, ১৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ছয়জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ধলপুরের আউটফল সিটি করপোরেশন কোয়ার্টারে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের নাম-ঠিকানা জানা যায়নি। দগ্ধরা হলেন- সুমন (৪০), তার স্ত্রী সাজুলি (৩৫), তাদের ছেলে নিশান (১৪) ও সুমনের ফুপু আতর বেগম (৭০), একই বিল্ডিংয়ের দোতলার ভাড়াটিয়া আলমগীর (৩০) ও তার স্ত্রী কাজুলি (২৪)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, দগ্ধ ব্যক্তিরা সিটি করপোরেশনে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন। তারা ধলপুর সিটি করপোরেশনের কোয়ার্টারে থাকতেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদ শিকদার বলেন, শুক্রবার সকালের এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চার ইউনিট পাঠানো হয়েছে। তবে আমরা যাওয়ার আগে আগুন নিভে যায়। জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি