ঢাকা, শনিবার   ০১ নভেম্বর ২০২৫

যাত্রাবাড়ীতে বিআইডব্লিউটিএ কর্মীকে পিটিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৬, ৩১ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি গ্যারেজ থেকে হাত–পা বাঁধা অবস্থায় আনোয়ার হোসেন বাবু (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উত্তর শরীফপাড়া এলাকার ফারুক মিয়ার গ্যারেজে মরদেহটি পাওয়া যায়।

পুলিশের ধারণা, চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত বাবু বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদরঘাট কার্যালয়ে ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন।

যাত্রাবাড়ী থানার ওসি কামরুজ্জামান তালুকদার গণমাধ্যমকে বলেন, ময়নাতদন্তে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে তাকে পিটিয়ে হত্যার কথা জানা গেছে। নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন এবং তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রাখা হয়েছিল বলেও একটি সূত্রে তথ্য পাওয়া গেছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনও পরিবারের সদস্যরা কোনো মামলা করেননি। মামলা হলে তাদের অভিযোগ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্বজনরা জানায়, পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর মাতুয়াইলের মৃধাবাড়ী এলাকায় থাকতেন আনোয়ার। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। শুক্রবার ভোরে তিনি বাসা থেকে বের হয়ে যান। পরে ওই গ্যারেজে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটকে জিজ্ঞাসাবাদ করছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি