ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

রাজউকের প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিকের মা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫০, ২৫ জুলাই ২০২৩ | আপডেট: ২৩:৫১, ২৫ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

রাজউকের প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিকের মা বিশ্ব রাণী মল্লিক মারা গেছেন। মঙ্গলবার দুপুর ২ টা ১৪ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পরলোক গমন করেন। বিশ্ব রাণী মল্লিক দীর্ঘ দিন যাবত ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। 

তিনি স্বামী, দুই পুত্র ও তিন কণ্য, আত্মীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিশ্ব রাণী মল্লিক ছেলে রাজউকের প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক জানিয়েছেন, রাতে চট্টগ্রামে বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদন্ডী গ্রামে ভোলানাথ মন্দির সংলগ্ন মহাশশ্মানে শেষকৃত্য সম্পন্ন করা হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি