ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ২৭ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রোরবার (২৭ অক্টোবর) যাত্রাবাড়ীর মাতুয়াইল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রিকশার যাত্রী দিদার এলাহী (৩৪) ও নিহত রিকশাচালকের নাম জানা যায়নি। দিদার গাইবান্ধার সদুল্লাপুরের কায়িকা এলাকার ওয়াদুদ প্রমাণিকের ছেলে ও ব্যাংক কর্মকর্তা ছিলেন। তিনি মাতুয়াইল এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে একটি যাত্রাবাড়ীর মাতুয়াইল হাসপাতালের সামনে কাভার্ডভ্যান রিকশাকে ধাক্কা দিলে এর চালক ও যাত্রী দুইজনেই ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি