ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রাজধানীতে গরুর গুঁতোয় বৃদ্ধ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১০, ২০ আগস্ট ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

Ekushey Television Ltd.

রাজধানীর শ্যামপুরে ফরিদাবাদ স্কুলের পাশে গরুর গুঁতোয় এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। নিহত ওই বৃদ্ধের পরিচয় জানা যায়নি। সোমবার দুপুরে শ্যামপুরে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের এএসআই বাবুল মিয়া বলেন, শ্যামপুরে ফরিদাবাদ স্কুলের পাশে গরুর গুঁতোয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পথচারীরা তার নিথর দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, ওই বৃদ্ধের কোনো স্বজন এখন পর্যন্ত তার খোঁজ করতে হাসপাতালে আসেনি। তাই পরিচয় শনাক্ত করা যায়নি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি