ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

রাজধানীতে চোরাই মোটরসাইকেলসহ আটক ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৭, ৯ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীতে চোরাই মোটর সাইকেলসহ ১ জনকে আটক করা হয়েছে। মিরপুরের কালসী মোড় থেকে আটক করা হয় এ মোটর সাইকেলটি। এসময় এর চালক সাগর দাস (২২) নামের এক যুবককেও আটক করে ট্রাফিক পুলিশ।

মোটর সাইকেলটি আটক করা ট্রাফিক পুলিশের সার্জেন্ট ঝোটন শিকদার বলেন, “মোটর সাইকেলটির কাগজ চাইলে এর চালক রেজিস্ট্রেশন কার্ড হিসেবে যে স্মার্ট কার্ডটি দেয় তা ভুয়া। তখন আমাদের ডিজিটাল মেশিন থেকে তথ্য নিয়ে বাইকটির ইঞ্চিন আর চেসিস নম্বরের সাথে মিলিয়ে দেখতে গেলে দুইটির মধ্যে অমিল ধরা পরে। তখনই আমরা বুঝতে পারি যে, মোটর সাইকেলটি চোরাই”।

এরপর মোটর সাইকেল চালককে তার বাইকটি সহ পল্লবী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে থানা পুলিশের উপ পরিদর্শক হরিদাস মন্ডল বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে মোটর সাইকেলটি চোরাই। থানায় গিয়ে আরও তদন্ত করে দেখতে হবে। চোরাই হলে মামলা দায়ের করা হবে”।

তবে মোটর সাইকেল চুরির সাথে নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন আটককৃত সাগর। তিনি বলেন, “অনলাইনে বিজ্ঞাপন দেখে ময়মনসিংহের এক লোকের কাছ থেকে বাইকটি কিনি। আমি জানতাম না যে এটি চোরাই”।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি