ঢাকা, শনিবার   ১০ জানুয়ারি ২০২৬

রাজধানীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর মহাখালীতে ছাত্রলীগের ১৯ নম্বর ওয়ার্ড (বনানী) সভাপতি রাকিব হাসানকে (২৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নুরুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। বনানী থানার পরিদর্শক (অপারেশন) সায়হান ওলিউল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিদর্শক (অপারেশন) সায়হান ওলিউল্লা বলেন, বৃহস্পতিবার রাতে বনানী ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাকিবকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি