ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে ট্রেনে কাটা পরে নারীসহ নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৩, ২১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে।  বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে এ পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় জানা যায়নি। এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের আনুমানিক বয়স যথাক্রমে ৩০ ও ৪৫।

ঢাকা রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, বনানী রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনের নীচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

সূত্রে আরও জানা গেছে, মহাখালীর আমতলী রেলগেটের উত্তর পাশে হেঁটে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের নীচে কাটা পরে অজ্ঞাত এক নারী। তিনিও ঘটনাস্থলেই নিহত হন। তার পরনে ছিল চেক শাড়ি।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

 

একে//এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি