ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বর্ণকার নিহত

প্রকাশিত : ১৬:৫৬, ১৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিঘাতে এক স্বর্ণকারের মৃত্যু হয়েছে। নিহত স্বর্ণকারের নাম মো. ইউনুস (৩৬)। গতকাল মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউনুসের যাত্রাবাড়ীর মীরহাজী বাগ বায়তুল আমান মসজিদ সংলগ্ন এলাকায় রাত ২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে তিন যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান ।

বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ইউনুস কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের সর্দারের ছেলে। 

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আই/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি