ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৯৭   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ২৭ মে ২০১৮ | আপডেট: ২৩:০২, ২৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর কাওরানবাজার ও হাজারীবাগের গণকটুলী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক দ্রব্য এবং এর সাথে সম্পৃক্ত ৯৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার দুপুরে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও মদ উদ্ধার করা হয়েছে।     

হাজারীবাগ গণকটুলী এলাকায় অভিযান সম্পর্কে ডিএমপির ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল্লাহিল কাফি গণমাধ্যমকে জানান, ‘আমরা ১০৫ জনকে আটক করেছি। এদের মধ্যে যাচাই-বাছাই করে ৫৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৫০ জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি আরও জানান, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৩৬৩ পিস ইয়াবা, ২৯ বোতল ফেনসিডিল, ১ হাজার ৫০ গ্রাম গাঁজা ও দেড় হাজার লিটার চোরাই মদ উদ্ধার করা হয়েছে।   

এই সময় পুলিশ মাদক বিক্রি ও সেবনের  দায়ে ৫০ জনকে গ্রেফতার করেছে। মাদক বিক্রির ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি মিডিয়া সূত্রে জানা গেছে, কাওরানবাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৭ জনকে আটক করা হয়েছে।  

কেআই/এসি 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি