ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ১৩ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর বিমানবন্দর ফ্লাইওভারের পাশে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ১৩ বছর ।


ঢামেক সূত্রে জানা যায়, রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ছাইদ গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় কোনো যানবাহনের ধাক্কায় অঞ্জ্ঞাত পরিচয় ওই কিশোরের মৃত্যু হয়। কিশোরের পরনে একটি চেক লুঙ্গি ছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি