ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ১২ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীর নিহত হওয়ার ঘটনায় স্থানীয়রা একটি বাস ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে। মঙ্গলবার দুপুরে মিরপুর কাজীপাড়ারলাইফ এইড স্পেশালাইজড হসপিটাল সামনের সড়কে এ দুর্ঘটনায় ঘটে।

নিহত স্কুলছাত্রীর নাম তাসলিমা আলম তৃষা পঞ্চম শ্রেণির ছাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে আবদুল্লাহপুরগামী তেতুলিয়া পরিবহনের একটি বাস কাজীপাড়ার ‘লাইফ এইড স্পেশালাইজড হসপিটাল’র সামনে তৃষাকে চাপালে দিলে ওই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা বাসটিতে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করে। পরে তাতে আগুন ধরিয়ে দেয়।

মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ গণমাধ্যমকে বলেন, আজ সকালে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রী নিহত হয়। স্থানীয়রা ওই ঘটনায় বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি