ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

প্রকাশিত : ০৮:২২, ২০ জুন ২০১৯ | আপডেট: ০৯:০৪, ২০ জুন ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ে এক যুবক (২৫) নিহত হয়েছেন। 

র‌্যাবের দাবি, নিহত যুবকের কাছ থেকে দুটি পিস্তল, ছুরি, চাপাতি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন বছিলা সিটির শেষ মাথায় নদীর পাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

মোহাম্মদপুর থানার সাব ইন্সপেক্টর শাহীদুল ইসলাম জানান, মোহাম্মদপুর থানাধীন বছিলা সিটির শেষ মাথায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবকের মৃত্যু হয়েছে।

মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই যুবকের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি