ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

রামপুরায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর রামপুরায় টিভি সেন্টার এলাকায় মদিনা হোটেলের সামনে বাসের ধাক্কায় সোলেমান হোসেন মজনু (৩২) নামে এক সাইকেলআরোহী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরতর আহত অবস্থায় মজনুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত মজনু গাড়িচালকের কাজ করতেন বলে জানিয়ে পুলিশ।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ উদ্দিন জানান, মিরপুর থেকে বাইসাইকেলে করে মজনু খিলগাঁওয়ে যাচ্ছিলেন। এ সময় মালিবাগ থেকে বাড্ডাগামী একটি বাস তাঁকে চাপা দিলে আশপাশের লোকজন দ্রুত তাকে ঢামেকে নিয়ে যায়। পরে রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি