ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

রুমিন ফারহানার শপথ আজ

প্রকাশিত : ০৮:৪৫, ৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা শপথ নিচ্ছেন আজ রোববার। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে দুপুর ১২টায় তাকে শপথবাক্য পাঠ করাবেন। রুমিন ফারহানার শপথ নেওয়ার পর জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসন পূর্ণ হবে।

বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে চিঠি দিয়ে রোববার দুপুর ১২টায় শপথ নেওয়ার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে জয় পায় বিএনপি। এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি পাঁচজন সংসদে শপথ নিয়েছেন। এ ক্ষেত্রে সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন আইন অনুযায়ী, বিএনপিকে একটি আসন দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বিএনপি একক প্রার্থী হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দেয়।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি