ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

‘লীগ শাহী, বিএনপি ছ্যাঁচড়া’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৩, ২১ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ। তারা মুচি, ঋষি, এমনকি টেম্পোস্ট্যান্ড থেকেও চাঁদা তোলে। আমরা এমন চাঁদাবাজদের হাত থেকে মুক্ত, একটি সুশাসনভিত্তিক দেশ চাই।

রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম আরো বলেন, ২০০১ সালে আমরা বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় বসালাম। এরপর তারা দুর্নীতিতে হ্যাট্রিকসহ পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। এটা জনগণ ভুলে যায়নি।

উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা জীবনে অনেকবার লাঙল, নৌকা, ধানের শীষ পরীক্ষা করেছেন। এখন আসুন একবার ‘হাতপাখা’কে সুযোগ দিন। ওরা বারবার ফেল করেছে। আমরা যদি একবার ফেল করি, তবে আর পরীক্ষার হলে যাব না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন।

বক্তব্য রাখেন জেলা যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি ,ইসলামী আন্দোলন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজ অন্যান্য জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি