ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

শনিবার গণভবনে বৈঠকে বসবে আ.লীগ

প্রকাশিত : ১৩:৫৬, ২৫ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১১:৩৩, ২৭ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শনিবার। বৈঠকে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন, উপজেলা পরিষদ নির্বাচন, কিশোরগঞ্জ-১ আসনের পুনর্নির্বাচন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন ও দলীয় কৌশলের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যায় গণভবনে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকটির বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ গণমাধ্যমকে জানান, শনিবারের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন বেশ কয়েকটি নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হবে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, মূলত চারটি এজেন্ডা নিয়ে শনিবার গণভবনে বৈঠক হবে। দলীয় এজেন্ডার পাশাপাশি জাতীয় রাজনীতির বিষয়টিও গুরুত্ব পাবে এতে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি