ঢাকা, শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬

শনিবার টাঙ্গাইল যাচ্ছেন তারেক রহমান, চলছে প্রস্তুতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৯, ৩০ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

উত্তরবঙ্গ সফর শেষে তিনি এই প্রথম নির্বাচনী প্রচারণা টাঙ্গাইলে যাচ্ছেন। তার এই আগমনকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে জেলা-উপজেলায় চলছে ব্যাপক প্রস্তুতি।

দলীয় সূত্র জানায়, এদিন জনসভায় পাঁচ লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হতে পারে বলে আশা করছেন দলটি। তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা নানা প্রস্তুতি গ্রহণ করছেন। পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, তিন দিনের উত্তরাঞ্চল সফরের শেষ দিনে শনিবার বিকেল ৪টায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

এ বিষয়ে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই আগমনে নেতাকর্মীদের মধ্যে আলাদা উচ্ছ্বাস দেখা গেছে। প্রিয় নেতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।’

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ প্রস্ততি নেওয়া হবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি