ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান
প্রকাশিত : ১৯:৫৩, ৩০ জানুয়ারি ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণকে দেখাতে হবে যে বগুড়ার মাটি বিএনপির সঙ্গেই আছে—এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বগুড়াকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে প্রমাণ করার আহ্বান জানান।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, অতীতে যখনই ধানের শীষ জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, তখনই দেশ ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রেখেছে।
এ পথসভায় আরও বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মীর শাহে আলম। পথসভাকে ঘিরে বিপুল জনসমাগম ঘটে। মহাস্থান থেকে রহবল পর্যন্ত অন্তত ৫০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন। জনস্রোতে মুখরিত হয়ে ওঠে পুরো মোকামতলা এলাকা। অনুষ্ঠান শেষে হাজারো মানুষ মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে হাত নেড়ে তারেক রহমানকে বিদায় জানান।
এর আগে একই দিন দুপুরে তারেক রহমান বগুড়া শহরের স্টেশন রোডে অবস্থিত বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে ছিলিমপুর এলাকার নাজ গার্ডেন হোটেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন তিনি ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। এ সময় আয়োজিত মতবিনিময় সভায়ও প্রধান অতিথি ছিলেন তারেক রহমান।
এমআর//
আরও পড়ুন










