ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

শাহবাগে বাসচাপায় পথচারী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ১৮ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:৩৩, ১৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর শাহবাগে রাস্তা পারাপারের সময় বাসচাপায় ওমর ফারুক (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।  নিহত ব্যক্তিও একজন গাড়ি চালক বলে জানা গেছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগের ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। শাহবাগ থানার ওসি মো. আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, শাহবাগের ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পারাপারের সময় মেশকাত পরিবহণের একটি বাস বেপরোয়া গতিতে এসে পথচারী ওমর ফারুককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় উত্তেজিত জনতা গাড়িসহ চালক আমিনুল ইসলামকে (৩৯) আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি