ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

শিক্ষা ও কারিগরি সক্ষমতা উন্নয়নে আরো বিনিয়োগের তাগিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ১৬ মে ২০১৭ | আপডেট: ১৭:৫৫, ১৬ মে ২০১৭

Ekushey Television Ltd.

শিক্ষা ও কারিগরি সক্ষমতা উন্নয়নে আরো বিনিয়োগের তাগিদ দিলেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল। মঙ্গলবার মন্ত্রনালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেকে’র সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
প্রধানমন্ত্রী শেখহাসিনার সভাপতিত্বে বৈঠকে ২ হাজার ৭২৩ কোটি ৬১ লাখ টাকার মোট আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্পগুলোর মধ্যে সিলেটে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যাণ্ট, চট্টগ্রাম জোনের আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ, তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ প্রকল্পগুলো উল্লেখযোগ্য। সভায় আরো জানানো হয় চলতি অর্থবছরের জানুয়ারী থেকে মার্চ অব্দি মূল্যস্ফীতি শতকরা ৫ দশমিক দুই চার শতাংশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি