ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

শ্যামলীতে ৩ জিনের বাদশা আটক!

প্রকাশিত : ০৮:৫৪, ৬ মে ২০১৯ | আপডেট: ১০:৫৮, ৬ মে ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর শ্যামলীতে বিকাশ থেকে টাকা উত্তোলন করার সময় ৩ জিনের বাদশাকে আটক করেছে র‌্যাব-২।

রোববার রাত ১০টার দিকে শ্যামলীতে আকিব ডিপার্টমেন্টাল স্টোর থেকে ক্যাশ আউট করার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাইফুল (২৩), মাহফুজুল দ্বীপ (২৬), রাকিব (২৮)। তাদের তিনজনের গ্রামের বাড়িই নীলফামারী জেলার ডোমার থানার আমবাড়ী গ্রামে।

র‌্যাব জানায়, তারা বিভিন্ন সময় পরিচয় গোপন করে জিনের বাদশা সেজে মিথ্যা তথ্য দিয়ে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এরই ধারাবাহিতায় ফাঁদ পাতে র‌্যাবের অভিযানিক দল। পরে রাত ১০টার দিকে হাতে নাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিম ও টাকা জব্দ করা হয়।

র‌্যাব-২ এর এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের নিয়ে গোয়েন্দা অনুসন্ধান চালানো হয়। তারা নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের ছেলের ফেসবুক হ্যাকিং করে হুমকি দেয় ও ৫ লাখ টাকা চাঁদা চায়। এসএম রেফাত জামিল শেরে-ই-বাংলা থানায় প্রতারণার একটি জিডি করেন। তার অভিযোগের ভিত্তিতে ফাঁদ পেতে তাদের আটক করা হয়। আমাদের অভিযান অব্যাহত আছে।

তিনি জানান, আটক ৩ জনের সঙ্গে আরও যারা জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি