ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

শ্রমিকরা ভালো থাকলে দেশে উৎপাদন বাড়বে: শ্রম প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২০:৫৪, ১ মে ২০১৯

Ekushey Television Ltd.

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, ‘শ্রমিকরা হচ্ছে উন্নয়নের চাবিকাঠি। শ্রমিকরা ভালো থাকলে দেশে উৎপাদন বাড়বে, আর উৎপাদন বাড়লে দেশের উন্নয়ন নিশ্চিত হবে।’

বুধবার (১ মে) মহান মে দিবসের র‌্যালি শেষে তিনি এসব কথা বলেন।

শ্রমিকরা ব্যানার, ফেস্টুন নিয়ে রাজধানীর দৈনিক বাংলার মোড়ের শ্রম ভবনের সামনে জড়ো হন। সেখান থেকে র‌্যালিটি শুরু হয়ে এরপর রাজউক অ্যাভিনিউ, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, জিরোপয়েন্ট এবং বাংলাদেশ সচিবালয়ের সামনে দিয়ে জাতীয় প্রেসক্লাবের পূর্বপাশে এসে শেষ হয়।

র‌্যালি শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনার সভাপতিত্বে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শ্রম প্রতিমন্ত্রী।

র‌্যালিতে অংশ নেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, শ্রম অধিদফতরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টুসহ অনেকে।

কেআই/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি