ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

শ্রমিক-মালিক ও সরকারের সমন্বিত প্রয়াসেই সুখী-সমৃদ্ধ বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ১১ মে ২০১৭ | আপডেট: ১৪:১৩, ১১ মে ২০১৭

Ekushey Television Ltd.

শ্রমিক-মালিক ও সরকারের সমন্বিত প্রয়াসেই সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে কুমিল্ল সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়রের শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা মিলনায়তনে শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৬৪ জন আহত শ্রমিকদের অনুদান ও শ্রমিকের সন্তানদের উচ্চশিক্ষা বৃত্তি হিসিবে মোট ৭৯ লাখ টাকার চেক তুলে দেন।
শ্রমিকদের মানোন্নয়নে সরকার তাদের প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দূর্ঘটনায় আহত শ্রমিকদের পাশে দাড়াতে টেকসই এমপ্লয়মেন্ট ইনজুরি স্কীম চালু করতে কাজ করছে সরকার।
শ্রমিকদের সন্তানদের উচ্চশিক্ষাকে সহজ করতে সরকার পাশে থাকবে বলেও জানান শেখ হাসিনা।
সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শ্রমিক-মালিক ও সরকারের সমন্বিত প্রয়াসের তাগিদ দেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বকুল মিলনায়তনে কুমিল্লা সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কুকে  শপথ বাক্য পাঠ করান শেখ হাসিনা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি