ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সংলাপের আগে হতাশ হওয়া ঠিক নয় : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ১ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৮:০৪, ১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সংলাপের আগে হতাশ হওয়া ঠিক নয় বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি বলেন, কোন দল যদি সংলাপ বয়কট করে এটা তাদের দলীয় বিষয়। এবিষয়ে আমাদের কিছু বলার নাই।

আজ বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলির সঙ্গে সহযোগী সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জাতীয় সংসদ সদস্য এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে যৌথ সভা শেষে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন,‘সাংবিধানিক প্রক্রিয়াকে বিনষ্ট করে অসাংবিধানিকভাবে কেউ ক্ষমতার পালাবদল করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে আওয়ামী লীগ।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি