ঢাকা, শনিবার   ১০ জানুয়ারি ২০২৬

ফার্মগেটের আনোয়ারা উদ্যান সবার জন্য উন্মুক্ত: ডিএনসিসি প্রশাসক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৫, ৯ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর ফার্মগেট এলাকার আনোয়ারা উদ্যান সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। তেজগাঁও কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা খেলাধুলা করতে পারবেন এবং কোনো বাধা ছাড়াই উদ্যানে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মহাম্মদ এজাজ।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেট সংলগ্ন শহীদ আনোয়ারা উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন।

প্রশাসক বলেন, উন্নয়ন কার্যক্রমের কারণে অনেক সময় পার্ক ও জলাধার সাময়িক ব্যবহৃত হলেও তা পুনরুদ্ধার করা সহজ নয়। তথাপি নগরবাসীর স্বার্থে এসব স্থান আবার সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে।

এ সময় তিনি জানান এই উদ্যানের চারপাশ দিয়ে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। খুব দ্রুতই আমরা কাজ শুরু করব। অন্তত যেন রাত ১০টা পর্যন্ত মাঠটি খোলা রাখা যায় সে বিষয়ে আমরা বসে সিদ্ধান্ত নেব।

প্রশাসক এজাজ আরও বলেন, শহরের যেসব পার্কে সর্বসাধারণের প্রবেশের ওপর  বিভিন্নভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেগুলো খুলে দেওয়া হচ্ছে এবং যেসব গণপরিসর দীর্ঘদিন পরিত্যক্ত ছিল, সেগুলোকে পরিষ্কার করে পুনরায় নগরবাসীর জন্য উন্মুক্ত করার কাজ চলছে।

অনুষ্ঠানে ঢাকা মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, আনোয়ারা উদ্যান এলাকায় মেট্রো রেলের প্রকল্প কাজ শেষ হয়েছে। আগামী মাসের ১৫ তারিখের মধ্যে মাঠে যেসব স্থাপনা আছে সব সরিয়ে ফেলে পরিষ্কার করে ফেলা হবে।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে মেট্রো রেল নির্মাণ কাজের কারণে ফার্মগেটের আনোয়ারা উদ্যান জনগণের জন্য বন্ধ রাখা হয়েছিল। প্রায় ৭ বছর পর আজ এটি পুনরায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি