ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সংসদে কালো আইন পাশের হিড়িক: রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ২৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:৩৪, ২৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সরকারের শেষ সময়ে এসে জাতীয় সংসদে কালো আইন পাশ করার হিড়িক পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, একদলীয় শাসন পাকাপোক্ত করতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে সরকার। এই লক্ষ্যেই শেষ সময়ে এসে সংসদে বিভিন্ন কালো আইন পাশ করিয়ে নিচ্ছে। এসব কালো আইনের একটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন।

রিজভী বলেন, মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে। একদিন জনগণের এজলাসে এই সরকারের বিচার হবে। কেউ পার পাবে না।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি