সাবেক পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমেদ চৌধুরী আর নেই
প্রকাশিত : ১৪:১৫, ১৭ মে ২০১৭ | আপডেট: ১৪:২২, ১৭ মে ২০১৭

সাবেক পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমেদ চৌধুরী মারা গেছেন। বুধবার ভোরে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ফারুক চৌধুরীর বয়স হয়েছিল ৮৪ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ১৯৫৬ সালে তিনি তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ে যোগ দেন। কর্মজীবনে তিনি ইটালি, চীন, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, বেলজিয়াম, আবুধাবি এবং ভারতে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে তিনি বিশেষ ভূমিকা রাখেন। বাংলাদেশের কমনওয়েলথে যোগ দেওয়ার আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ছিলেন ফারুক চৌধুরী।
আরও পড়ুন