ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

সাবেক সচিব সাবিহ উদ্দিন আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ৩১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ মারা গেছেন। সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুর খবর পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনাইটেড হাসপাতালে ছুটে যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাবিহ উদ্দিন আহমেদ বিএনপির ৯১’র সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন। এ ছাড়া বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব এবং চারদলীয় জোট সরকারের সময়ে যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

মৃত্যুর আগ পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কূটনৈতিক উইংয়ের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সাবিহ উদ্দিন আহমেদ।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি