ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

সাভারে পুলিশী অভিযানে ১২ নেতা-কর্মী গ্রেফতার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০০, ৯ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

নাশকতার মাধ‍্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও জননিরাপত্তা বিঘ্ন করে সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সাভারে পুলিশী অভিযানে ১২ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (৯ নভেম্বর) ভোররাতে  সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে মিছিলের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে পুলিশ। এ তথ‍্য নিশ্চিত করেছে সাভার থানার পরিদর্শক (ওসি) মোঃ জুয়েল মিঞা।

পুলিশ জানায়, সাভার পৌর এলাকার খসরুবাগ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক প্রাঙ্গণে একদল আওয়ামী নেতাকর্মী নাশকতার পরিকল্পনায় জড়ো হয়। এমন গোপন সংবাদে সেখানে পুলিশ অভিযান চালিয়ে একটি ব‍্যানারসহ ১২ নিষিদ্ধ  ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ নেতা-কর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো পিয়ুশ, রাব্বি, শাকিল, সোহাগ, সালমান, ফেরদৌস হোসেন রুবেল , শরীফুল ইসলাম, নিত‍্য বাবু রাজবংশী, টিপু সুলতান, আমীর হোসেন, শামীম আহমেদ জয় ও মিজানুর রহমান। অন‍্যরা পালিয়ে যায়। তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল বলে জানায় পুলিশ। পরে তাদের দুপুরে আদালতে পাঠানো হয়। 

সাভার থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিঞা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোয়েন্দা তথ‍্য ছিল বলেই ধরতে পেরেছি। তাদের অন‍্যান‍্য সঙ্গীদের ধরতে পুলিশী অভিযান অব‍্যাহত আছে বলেও মন্তব্য করেন তিনি ।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি