ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুশীলরা খালেদা-তারেককে পুনর্বাসন করতে চায়: জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৮, ২৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৯:০৮, ২৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় ঐক্যের নামে সুশীলরা খালেদা-তারেরকে পুনর্বাসন করতে চায় বলে মন্তব্য করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতেই জাতীয় ঐক্য কাজ করছে।

আজ রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে সুশীলরা জঙ্গিবাদ ও সন্ত্রাসী বিএনপিকে ক্ষমতায় বসাতে চায়। এই আশা তাদের কখনও পূরণ হবে না। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে বিশ্বাস করে। বিএনপির মতো সন্ত্রাসী দল না। তাদের মতো খুনি না ।আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি।

তিনি বলেন, আওয়ামী লীগ যদি বিএনপির মতো দল হতো তাহলে খালেদা জিয়া এখনও জেলে থাকতো না। জয় বলেন, জাতীয় ঐক্য নেতরা মুখে নিরপেক্ষার কথা বলে। কিন্তু তারা সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলতে লজ্জা পায়। তারা সন্ত্রাসীদের আশ্রয় দেয়। যারা খনির সঙ্গে ঐক্য গড়ে তার খুনিদেন সমর্থন করছেন।

জঙ্গিবাদ বিএনপিকে রক্ষা করতেই জাতীয় ঐক্যে গড়েছে সুশীলরা এমন মন্তব্য করে তিনি বলেন, যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদের কোন ছাড় হবে না। যে কোন মূল্যে তাদেরকে দমন করা হবে।

টিআর/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি