ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সেলফি তুলতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ২৩ আগস্ট ২০১৮ | আপডেট: ১৬:১৬, ২৩ আগস্ট ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

Ekushey Television Ltd.

রাজধানীর বনশ্রীতে সেলফি তুলতে গিয়ে ছাদ থেকে পড়ে মাহমুদুল হাসান হৃদয় নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

ঈদের দিন বুধবার সন্ধ্যার দিকে বনশ্রীর ই-ব্লকের ৮ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় রাজধানীর খিলগাঁও মডেল কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

নিহতের ছোট ভাই মেহেদী হাসানের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই বাবুল মিয়া জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছোট ভাই মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে ছাদে যান হৃদয়।

একপর্যায়ে তিনি ছাদ থেকে পড়ে যান। অচেতন অবস্থায় তাকে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ঢামেকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি