ঢাকা, সোমবার   ১২ জানুয়ারি ২০২৬

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে হত্যা, চারজন গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ১১ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে প্রথম শ্যুটার জিনাতসহ ৪ জনকে আটকের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মো.শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল ও ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।’

গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে জানান ডিএমপি কমিশনার। তবে গ্রেপ্তারকৃতদের সঙ্গে এখনো কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ।

হত্যার উদ্দেশ্য ব্যবসায়িক কোন্দল বলে ধারণা করা হচ্ছে। তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানান ডিবি প্রধান।

এর আগে গত ৭ জানুয়ারি রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে দুর্বৃত্তরা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই সময় তার সঙ্গে থাকা তেজগাঁও থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বেপারী মাসুদও গুলিবিদ্ধ হন।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি