ঢাকা, মঙ্গলবার   ১৪ অক্টোবর ২০২৫

হাজী সেলিমের বাসায় যৌথবাহিনীর অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ২৮ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের রাজধানীর আজিমপুরের একটি বাসায় অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাসাটি ঘিরে রাখতে দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান। তিনি বলেন, ‘দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান চালাচ্ছে যৌথবাহিনী, এমন তথ্য জানতে পেরেছি। ‌তবে অভিযানের বিষয়ে এর বেশি তথ্য আমাদের কাছে নেই।’

অভিযান সূত্রে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, হাজী সেলিমের ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।

আরও জানা যায়, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে, তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়ি রয়েছে। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।

যৌথবাহিনী জানিয়েছে, অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি