হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে
প্রকাশিত : ১৯:০৯, ১২ ডিসেম্বর ২০২৫
রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
এর আগে হাদিকে লাইফ সাপোর্টে রাখার পাশাপাশি মাথার ভেতরেই বুলেটটি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক)পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
এদিকে, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ বলেন, ‘তার অবস্থা আশঙ্কাজনক। সিটিস্ক্যানে তার মাথায় গুলি পাওয়া গেছে।’
এমআর//
আরও পড়ুন










