ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

হিংয়ের ৬ ঔষুধী গুণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১২:৫৩, ৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অসুখ হলেই আমরা ডাক্তারের কাছে ছুটি। অথচ আমাদের হাতের কাছেই এমন সব উপাদান রয়েছে যেগুলোন গুণাগুণ সম্পর্কে আমাদের ধারণাই নাই। প্রাকৃতিক এমন সব উপাদানের একটি হচ্ছে হিং। হিংয়ের ৬ ধরণের ঔষুধী গুণাগুণ রয়েছে। নিচে তা দেওয়া হলো-

১) হিং ক্রিমিনাশক, আক্ষেপনিবারক, সর্দ্দি নিঃসরক, স্নায়ুবিক উত্তেজক, মৃদুবিরেচক ও হিস্টিরিয়ারোধক নিবারক।

২) পেট ফাঁপাজনিত ব্যথায়, হুপিং কাশিতে, কলেরা, অর্জীর্ণ ও খিচুনী রোগে হিং খুবই উপকারী।

৩) হৃদযন্ত্রের অসুখ, শিশুদের ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া রোগে হিং ভাল ঔষধ।

৪) শ্বাসতন্ত্র ও স্নায়ুতন্ত্রের পক্ষে হিং এক উত্তেজক ভেষজ।

৫) হিং গাছের কল্প কাকঁড়া ও বিছার দংশনের যন্ত্রণায় উপকারী। পেটের পীড়ার প্রতিষেধক। বায়ুরোগ এবং মুচ্ছারোগ উপকারী।

৬) বীজ উত্তেজক, সুগন্ধি, অগ্যুদ্দীপক , ঋতুস্রাবকারক।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি