ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ২২:৩৮, ২৬ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীতে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-উত্তর বিভাগের একটি দল।

গ্রেফতারকৃতরা হলো-মো. কামাল হোসেন (৪৫) ও মো. ইকবাল হোসেন (৩২)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (২৫ মার্চ) রাত ৭.০৫ টায় খিলক্ষেত থানাধীন ৩০০ ফুটগামী কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের ঢালে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-উত্তর বিভাগের বিমানবন্দর জোনাল টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা টঙ্গী পূর্ব থানা এলাকার এক মাদক ব্যবসায়ীর নিকট থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর  খিলক্ষেত থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করত। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা রুজু হয়েছে।

(সূত্রঃ ডিএমপি)  

কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি