ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

৫০ হাজারে সনদ বিক্রি, কারিগরি বোর্ডের সিস্টেম এনালিস্ট আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ১ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

বিপুল পরিমাণ অবৈধ সার্টিফিকেট-মার্কশিট তৈরির কারখানাসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার এনালিস্ট শামসুজ্জামানকে গ্রেফতার করেছে ডিবি। 

রোববার রাতে রাজধানীর আগারগাঁওয়ে নিজ বাসা থেকে সার্টিফিকেট তৈরির যাবতীয় সরঞ্জামসহ শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়। 

গোয়েন্দা পুলিশ জানায়, ৩০ থেকে ৫০ হাজার টাকায় কারিগারি শিক্ষাবোর্ডের সনদ বিক্রি করছিলেন এই কম্পিউটার এনালিস্ট। শিক্ষাবোর্ড থেকে সনদ ছাপানোর মূল কাগজ চুরি করে সেই কাগজে সনদ ছাপানো হতো। সার্ভার তার নিয়ন্ত্রণে থাকায় অনলাইনেও এসব সার্টিফিকেটের অস্বিত্ব মিলতো। 

এ ঘটনায় বোর্ডের অন্যান্যরা জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ডিবি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি