ঢাকা, রবিবার   ১৭ আগস্ট ২০২৫

৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ১৭ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা বিভাগ (ডিবি) লালবাগ এলাকায় অভিযান চালিয়ে দুই দম্পতিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৬০ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহণে ব্যবহার করা দুটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মো. শফিক চৌধুরী (৩১) ও তার স্ত্রী জয়নব আক্তার (২৫) এবং কবির হোসেন (৩০) ও তার স্ত্রী মোসা. চাদনী আক্তার (৩০)।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ থানা এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের দুই নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুটি প্রাইভেট কার তল্লাশি করে ৬০ কেজি গাঁজা ও অবৈধ মাদক বিক্রির নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। এসময় প্রাইভেট কার দুটিও জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি